আন্তর্জাতিক

ভারতে মদ পান করে ২১ জনের মৃত্যু

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ভারতের উত্তর প্রদেশে ঘরে তৈরি মদ পান করে অন্তত ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার রাতে অবৈধ মদ পান করে অনেকে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ স্থানীয় এক মদ বিক্রেতাকেও গ্রেফতার করেছে।

ওই মদ বিক্রেতা মদে কোনো রাসায়নিক উপাদান মিশিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পাশাপাশি এ ঘটনায় জেলার কয়েকজন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভারতে বিষাক্ত মদ পান করে মানুষ মারা যাবার ঘটনা নতুন নয়।

Show More

আরো সংবাদ...

Back to top button