
বিএসএমএমইউ’র নতুন পরিচালক অধ্যাপক ডা. এ কে এম সালেক
ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম সালেক বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিদর্শন) কলেজেস অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
এর আগে এই পদে দায়িত্বে ছিলেন নাক, কান, গলা বিভাগের সাবেক অধ্যাপক আবু সফি আহমেদ আমিন। তার মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়। নবনিযুক্ত পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. এ কে এম সালেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজসমূহের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কলেজসমূহের স্নাতকোত্তর শিক্ষা কর্যক্রম নিয়ন্ত্রণ ও দেখভাল করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের সংখ্যা ৪০টি।
নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ডা. এ কে এম সালেক বলেন, মেডিকেল উচ্চশিক্ষার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সর্বদা পালনে সচেষ্ট থাকবো। সঠিক কাজটিই করার চেষ্টা করবো।
অধ্যাপক ডা. এ কে এম সালেক বর্তমানে জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি। এছাড়া তিনি ৭৮ বার রক্তদান করেছেন।
১৯৬৩ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণকারী অধ্যাপক ডা. এ কে এম সালেকের মার নাম মরহুমা রাবেয়া খাতুন এবং বাবা মরহুম আব্দুল খালেক। ১৯৮০ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় (১৯৯৮ সাল) থেকে তিনি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থেকে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ডা. এ কে এম সালেকের স্ত্রী ডা. সানজিদা ইসলাম একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাদের দুই পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে। মেয়ে রাদিয়াও পেশায় একজন চিকিৎসক।