আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ারে হেলিকপ্টার বিধ্বস্ত

ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ারে ব্রেইটন বিমানঘাঁটিতে রানওয়ের পাশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারে জরুরি সেবা চালু করা হয়েছে।

হামবারসাইড পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস জেনারেল হাসপাতাল ও হুল রয়েল ইনফর্মারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য আহতদেরও অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এই দুর্ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ব্রেইটন বিমানঘাঁটিটি সাবেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারী বোমারু বিমানঘাঁটি এবং ঠান্ডা যুদ্ধের পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইট।

Show More

আরো সংবাদ...

Back to top button