
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৮, গাঁজা-হেরোইন উদ্ধার
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
মেহেরপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ জুলাই) দিবাগত রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। এরা জিআর, সিআর ও নিয়মিত মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমের নির্দেশে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন এসব উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ সুপারের কার্যালয়ের গোপনীয় শাখা সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিকে মেহেরপুর সদর থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা, জেলা গোয়েন্দা পুলিশ ২ পুরিয়া হেরোইন ও মুজিবনগর থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বলেও জানায় এ শাখা সূত্র।
গ্রেফতারকৃতদের সোমবার (১৮ জুলাই) বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোস্তাফিজুর রহমান।