জেলার সংবাদ
রাজধানীতে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
রোববার রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় শিশু পলাশের (১২) মৃত্যু হয়।
অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রোববার রাতে তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় একটি দ্রুতগামী পিকআপ পলাশকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে পলাশকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
অতিরিক্ত রক্তক্ষরণে পলাশের মৃত্যু হয়েছে। তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান এসআই।