
আন্তর্জাতিক
ভারতে অতি বৃষ্টিতে প্রাণহানি ২১
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ভারতে অতি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিভিন্ন ঘটনায় রোববার কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে উত্তরখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থান ও আসাম এই চারটি রাজ্যে। এদের মধ্যে ১০ জনই উত্তরখণ্ডের বাসিন্দা।
উত্তরখণ্ড রাজ্যের তেহরি জেলায় রোববার একটি প্রাইভেট কারের ওপর পাহাড় থেকে পাথর ছিটকে পড়ে। এতে গাড়ির চার আরোহী নিহত হন। এছাড়া রাজ্যের উত্তরকাশি জেলায় গাছচাপা পরে মারা গেছে আরো দুজন।
ভারতে গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টিপাতের ফলে গঙ্গা, যমুনা, ভাগিরথী, অলোকনন্দা ও মন্দাকিনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওইসব নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টা রাজ্য চারটির বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।