আন্তর্জাতিক

অভ্যুত্থানকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টিও ভাবছেন তুর্কি প্রেসিডেন্ট

ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর এর সাথে জড়িতদের ভাইরাস বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দেশ থেকে এই ভাইরাস সমূলে উৎপাটনের কথা বলেছেন। দরকার হলে জড়িত সেনা কর্মকর্তাদের জন্য এমনকি মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট। তিনি বলেছেন পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে। দেশটির রাজপথে বিক্ষোভকারীরাও মৃত্যুদণ্ড পুনরায় চালুর দাবি করেছেন। অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় কথা বলার সময় কেঁদে ফেলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কে শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় ৬ হাজার লোককে আটক করা হয়েছে। তবে ইওরোপিয় ইউনিয়নের নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেছেন, অভ্যুত্থান চেষ্টা মি এরদোয়ানকে আইনের শাসন অমান্য করার কোন লাইসেন্স দেয়নি।

Show More

আরো সংবাদ...

Back to top button