
আন্তর্জাতিক
চীনে টাইফুনের আঘাতে নিহত ৮৩
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চীনের পূর্বাঞ্চলের একটি প্রদেশে শক্তিশালী টাইফুনের আঘাতে ৮৩ জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভির। এ ছাড়া সোমবার গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি চীনের ওই অঞ্চলটিতে অতি বৃষ্টি ও বন্যায় ৩০৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই জেলার অন্তত ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকায় কমবেশি ১০০০ জন উদ্ধারকর্মী কাজ করছে।