
হুমায়ূনের নুহাশপল্লীতে যাবে এতিম শিশুরা
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নেই চার বছর হতে চললো। আগামীকাল তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। জীবদ্দশায় তার অর্জিত জনপ্রিয়তার একটু ভাটা পড়েনি আজও। লক্ষ ভক্তের মনে এখনো তিনি প্রিয় মানুষ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারের কাছে হার মেনে গিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুবার্ষিকীতে তার প্রিয় আবাস নুহাশপল্লীতে আয়োজন করা হয়েছে কোরানখানি এবং দোয়া মাহফিল।
শুধু তাই নয়, এতিম শিশুদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এদিন নুহাশপল্লীতে। আয়োজন করা হচ্ছে হুমায়ূন আহমেদের প্রিয় খাবার দিয়ে ভোজনপর্ব। এতে অংশ নেবে এতিম শিশু ও আমন্ত্রিতরা।
এ প্রসঙ্গে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন বললেন, ‘১৯ জুলাই নূহাশপল্লীতে আমরা তাঁর জন্য কোরানখানি এবং দোয়া মাহফিল এর আয়োজন করেছি। আমাদের সাথে থাকছে গাজীপুর এলাকার কয়েকটি এতিমখানার শিশুরা। বাদ জোহর দোয়া মাহফিলের পর আমরা হুমায়ূনকে স্মরণ করব এবং সবকটি শিশুকে নিয়ে হুমায়ূনের প্রিয় খাবার উপভোগ করব।