
মৃত হাল্কের অপেক্ষায়
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দুনিয়াজুড়ে জনপ্রিয় ‘অ্যাভেঞ্জার’ চলচ্চিত্র সিরিজের চরিত্র বিজ্ঞানী ড. ব্রুস দ্য হাল্ককে এবার মৃত দেখবেন দর্শক। কারণ কমিকটির নতুন পর্বে তাকে এভাবেই লেখা হয়েছে। আর তা দিয়ে নির্মাণ হবে পরবর্তী চলচ্চিত্র। তাই এবার মৃত হাল্কের বাজিমাত দেখতে অপেক্ষায় দর্শক।
জানা গেছে, ড. ব্রুস ব্যানারকে মার্বেল কমিক লেখকরা হত্যা করেছেন। তাই সিরিজের ‘সিভিল ওয়ার দুই’-এর কমিকে ব্রুসের মৃত্যু হয়। অন্য হিরোদের মতো তাকে আর জীবিত করে ফেরানোও হবে না! ১৯৬২ সাল থেকে ড. ব্যানার হাল্ক এ রূপান্তরিত হন। ক্রোধ ও রাগান্বিত হলে ড. ব্যানার বিশালাকার হাল্ক এ পরিণত হন। ফ্যান্টাসিতে ভরপুর এই চরিত্রটি অন্য সব সুপারহিরোদের মতোই জনপ্রিয়।
মার্বেল কমিকের প্রধান সম্পাদক আক্সেল আলোনসো হলিউড ডটকমকে জানান, ‘কিছুই করার নেই। গল্টের প্রয়োজনে হাল্ককে মরে যেতে হয়েছে। জানি, তাকে হারানোর শোক ভুলতে আমাদের অনেক, অনেক সময় লাগবে। শুধু তাই নয়, তার মৃত্যু ঘিরে যে পরিস্থিতি তৈরি হবে তা সুপারহিরোদের জন্যও দুঃখজনক। তবুও আমাদের মেনে নিতে হবে যে হাল্ক নেই। তবে তিনি থাকবেন গল্প জুড়ে তার বন্ধুদের শক্তিতে, মৃত হয়েও হাল্ক বাজিমাত করবেন।’
কমিকসটি যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, হাল্কের মৃত্যু হবে তারই বন্ধু হাউকিয়ির হাতে। ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে ব্রুস হাল্কে পরিণত হয়ে মানবজাতির ক্ষতিসাধন করতে উদ্যত হলে হাউকিয়ি তাকে তীর ছোড়ে হত্যা করেন।