
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডোনাল্ডের
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
কাউন্টি চ্যাম্পিয়শিপে আগে কখনো সেঞ্চুরি করতে পারেননি অ্যানিউরিন ডোনাল্ড। কিন্তু ১৯ বছর বয়সী এই ক্রিকেটারই প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ভাগ বসিয়েছেন ভারতের রবি শাস্ত্রীর রেকর্ডে।
রোববার ডার্বিশায়ারের বিপক্ষে ১২৩ বলে ২০০ রান পূর্ণ করেন গ্ল্যামরগ্যানের ডানহাতি ব্যাটসম্যান ডোনাল্ড। তার আগে ১৯৮৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে বরোদার বিপক্ষে ১২৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন রবি শাস্ত্রী।
টস জিতে ব্যাটিংয়ে নামা গ্ল্যামরগ্যান ৯৬ রানে ৩ উইকেট হারালে ক্রিজে যান ডোনাল্ড। শুরুটা তত ঝাঁকালো ছিল না। অর্ধশত রান করতে ৪৭ বল খেলেছিলেন তিনি। সেঞ্চুরি করেছেন ৮০ বলে। পরের ৪৩ বলে করেন আরো ১০০ রান। সেঞ্চুরি, দেড়শ’ ও ডাবল সেঞ্চুরি, সবগুলো মাইলফলক ছুঁয়েছেন ছক্কা মেরে।
তার একটি ছক্কা মাঠের বাইরে উড়ে গিয়ে ভেঙে দেয় চলতি একটি গাড়ির কাচ। আরও পাঁচটি ছক্কায় বল ফেলেন মেম্বারস এনক্লোজারে।
শেষ পর্যন্ত ১৩৬ বলে ২৩৪ রান করে মাঠ ছেড়েছেন। ২৬ চারের সঙ্গে ১৫টি ছক্কা হাঁকিয়েছেন। তাকে আউট করতে ৯ জন ফিল্ডারকেই সীমানায় রেখেছিল ডার্বিশায়ার। অবশেষে টনি পালাদিনোর বলে ডোনাল্ড ধরা পড়েছেন লং অফে।
১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ডোনাল্ডের এটি দ্বিতীয় সেঞ্চুরি, কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম। ডোনাল্ডের সৌজন্যে প্রথম দিনেই ৮ উইকেটে ৪৮১ রান তুলে ফেলেছে গ্ল্যামরগ্যান।
এমন কৃতিত্বের পর ডোনাল্ড বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এটা দারুণ যে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছি। বড় স্কোর করতে পারায় ভালো লাগছে। আমি এমন কিছু করতে চেয়েছিলাম। অবশেষে সেটা পারলাম। আমার ভাগ্য সহায় ছিল বলে এটা হয়েছে।’