
আন্তর্জাতিক
আলেপ্পোয় অনাহারে মরতে বসেছে ৩ লাখ সিরীয়
ঢাকা, ১৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী অধিকৃত আলেপ্পা পুনর্দখলে করেছে দেশটির সরকারি বাহিনী। এরপর থেকে শহরটিতে খাদ্য সরবরাহ বন্ধ রেখেছে বাশার বাহিনী। আর এতে অনাহারে মৃত্যুমুখে পড়েছে আলেপ্পোতে বসবাসকারী ৩ লাখ মানুষ।
আলেপ্পোতে খাদ্য সরবারাহে ব্যবহৃত একমাত্র রাস্তা কাস্টেলো রোড বন্ধ করে রেখেছে বাশার আল আসাদের বাহিনী। এই রাস্তাটি এক সময় বিদ্রোহীরা ব্যবহার করতো বলে এখানে যাতায়াত নিষিদ্ধ করেছে তারা। আলেপ্পোভিত্তিক বিদ্রোহী সংগঠন ফাস্তাকিম’র জাকারিয়া মালাহিফজি বলেন, ‘রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।’
সেখানকার পরিস্থিতি ‘অত্যন্ত খারাপ’ বলে মন্তব্য করেছেন সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হোসেন। তিনি বলেন, ‘দেশটি ইতিমধ্যে একটি বিদ্ধস্ত কবরস্থানে পরিণত হয়েছে।’