শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সাক্ষাৎ

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

কলকাতাস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহুয়া মুখার্জী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্র চেয়ার’ হিসেবে নিয়োগ লাভ করেছেন।  আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু উপস্থিত ছিলেন।  সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  উল্লেখ্য, অধ্যাপক মুখার্জী তাঁর দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা, সংগীত, সংস্কৃত, দর্শন এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করবেন

Show More

আরো সংবাদ...

Back to top button