
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ গণবিরোধী
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনে প্রাণ-প্রকৃতি জীববৈচিত্র ধ্বংস হবে জেনেও আওয়ামী লীগ সরকার এই গণবিরোধী কাজের অনুমতি দিয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত সমাবেশ তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে ভারতের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সরকার জনগণের মতামত শোনে না, শোনে প্রভু ভারতের কথা। সুন্দরবন ধ্বংস করার দলিলে স্বাক্ষর করে হাসিনা সরকার ভারতের তাঁবেদারি চরিত্র প্রকাশ করেছেন।
তারা আরও বলেন, একদিকে জনগণের ঘাড়ের উপর ফ্যাসিবাদী শাসন, রাষ্ট্রীয় হেফাজতে বন্দুকযুদ্ধে হত্যা, অন্যদিকে সাম্রাজ্যবাদ সৃষ্ট সন্ত্রাসী তৎপরতা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণকে তা রুখে দাঁড়াতে হবে।
ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি মাইকেল চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন ও মুক্তির মঞ্চের সংগঠক হেমন্ত দাশ। সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।