
আন্তর্জাতিক
চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১১টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির কোকুইম্বো থেকে ৭০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১৩.৭ কিলোমিটার গভীরে।