তিন সপ্তাহ ‘পিছু’ লেগে কোটি টাকার গাড়ি মিললো গ্যারেজে
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
টানা ৩ সপ্তাহ নজরদারির পর রাজধানীর মিরপুর থেকে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক শরিফ আল হাসান।
তিনি জানান, ৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর মিরপুর দারুসসালামের ১৬/১, আনন্দ নগর এর মো. শহীদুল্লাহর বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়। নীল রঙের বিএমডাব্লিউ গাড়িটির মডেল নম্বর ৭৩০ এলআই। ৩ হাজার সিসির গাড়িটি ২০০৬ সালের তৈরি।
খোঁজ নিয়ে জানা যায়, গাড়ির বর্তমান ব্যবহারকারী গুলশান-১ এর রোপেন নামে এক ব্যবসায়ী। গাড়িটিতে ডিজিটাল রেজিস্ট্রেশন ‘ঢাকা মেট্রো ভ ১১- ১৩৬৩’ ব্যবহার করা হয়েছে।
বিআরটিএ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রেজিস্ট্রেশন নম্বরটি ২০০৯ সালের, যা ১৯৯২ সালে তৈরি ২৫০০ সিসির বিএমডব্লিউ, চেসিস নং WBAHC120303430498, এবং গাড়ির মালিক এ এম ফারুক হিসেবে নিবন্ধিত।
কিন্তু সরেজমিনে যাচাই করে দেখা যায় যে, এটির প্রকৃত চেসিস নম্বর WBAHN220XODE97001, যা ২০০৬ সালে তৈরিকৃত ৭৩০ Li মডেলের ৩০০০ সিসির বিএমডব্লিউ। অর্থাৎ দীর্ঘদিন ধরে এতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দারা ধারণা করছে, কারনেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে ওই ব্যক্তি গাড়িটি ব্যবহার করছিলেন। শুল্কসহ গাড়ির মূল্য প্রায় ৩ কোটি টাকা। গাড়িটি বর্তমানে শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে আটক অবস্থায় রাখা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সম্প্রতি অবৈধ বিলাসবহল গাড়ি আটকের ঘনঘন অভিযানে গাড়ির মালিক মিরপুরের ওই গ্যারেজটিতে লুকিয়ে রাখেন।
এখন অন্যান্য আইনগত প্রক্রিয়া চলছে। আরো অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক শরিফ আল হাসান।