
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে কুড়িগ্রামে নতুন করে বন্য দেখা দিয়েছে। প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বেড়েছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারে। এর মধ্যে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপের দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এর ফলে ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার দেড় শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি রয়েছেন কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার অন্তত ২০ হাজার মানুষ। এসব চরের উঁচু ভিটা ছাড়া সব এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে সবজি, পাট ও কলাসহ বিভিন্ন ফসলের ক্ষেত। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে দিনমজুরদের কাজ-কর্ম। এ কারণে কয়েক শ পরিবার আশ্রয় নিয়েছে রাস্তা ও বন্যা আশ্রয়কেন্দ্রে। অপরদিকে পানির প্রবল তোড়ে চরাঞ্চলে প্রায় অর্ধশত ঘরবাড়ি ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ( সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা) ব্রহ্মপুত্র নদের পানি ১৮ সেন্টিমিটার, ধরলায় ৫৫ সেন্টমিটার, তিস্তায় ২১ সেন্টিমিটার ও দুধকুমারে ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মাহফুজার রহমান জানান, পানি বাড়তে থাকায় তারা কর্মকর্তা ও কর্মচারিদের সতর্ক অবস্থায় রেখেছেন।