
আনোয়ারার গহিরা থেকে ১০ লাখ ইয়াবা উদ্ধার
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড পূর্ব জোন সূত্রে জানা গেছে, গহিরা এলাকায় একটি অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ডের অভিযান পরিচালনাকারী দল। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুই মাদক ব্যবসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে মঙ্গলবার বেলা ১২টায় কোস্ট গার্ড পূর্ব জোনের সদর দপ্তরে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।