
একই মামলায় পুনরায় কারাভোগ করছেন আজমত আলী
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
জামালপুর জেলা কারাগারের কয়েদি নম্বর- ৯৭৫০/এ মোঃ আজমত আলী মহামান্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় রেয়াত নিয়মে ১০ বছর সাজা খাটার পর গত ২১/০৮/৯৬ তারিখে কারগার থেকে মুক্তি পান। কিন্তু একই মামলায় ২৯/১০/০৯ তারিখে তিনি পুনরায় গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থান করে বিচারাধীন বন্দি হিসাবে নিয়মিতভাবে আদালতে যাওয়া-আসা করছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী থানার পাখিমারা গ্রামের ইজ্জত উল্লাহ সরদারের পুত্র মোঃ আজমত আলী(কয়েদি নং- ৯৭৫০/এ) গত ০৮/০৩/৮৯ তারিখে জামালপুর আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে হাইকোর্টে ১২৩/৮৯ নম্বর ক্রিমিনাল আপিল করা হয়। ওই ক্রিমিনাল আপিল বিচারাধীন থাকা অবস্থায় মহামান্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় রেয়াত নিয়মে ১০ বছর সাজা খাটার পর গত ২১/০৮/৯৬ তারিখে আজমত আলী কারগার থেকে মুক্তি পান। এ ছাড়াও হাইকোর্ট থেকে ১২৩/৮৯ নম্বর ক্রিমিনাল আপিল মামলাটিতে গত ০২/০৩/০৫ তারিখে আজমত আলীকে খালাস প্রদান করা হয়। উক্ত ক্রিমিনাল আপিল রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩/০৬ নম্বর লীভ টু আপিলের ২০/০২/০৮ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে ২৯/১০/২০০৯ তারিখে আজমত আলীকে পুনরায় গ্রেপ্তার পূর্বক কারাগারে প্রেরণ করা হয় এবং হাইকোর্ট কর্তৃক ০২/০৩/২০০৫ তারিখের রায় রদ রহিতক্রমে দায়রা আদালতের ৪১/৮৮ দায়রা মামলায় প্রদত্ত দণ্ডাদেশ বহাল রাখা হয়। এরপর থেকে তিনি আমলী আদালত জি আর কোর্ট ‘খ’ অঞ্চল জামালপুর কর্তৃক অন্তবর্তীকালীন হাজতের পরোয়ানা মূলে গত ২৯/১০/২০০৯ তারিখ হতে জামালপুর জেলা কারাগারে অবস্থান করে বিচারাধীন বন্দি হিসাবে নিয়মিতভাবে আদালতে যাওয়া-আসা করছেন।
এ ব্যাপারে জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ নূরে আলম জানান, যেহেতু কয়েদি মোঃ আজমত আলী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন সেহেতু একই মামলায় তাকে পুনরায় সাজা খাটানো হবে কিনা সে বিষয়ে পরবর্তী নির্দেশনা ও সিদ্ধান্তের জন্য কারা মহাপরিদর্শক, ঢাকা এবং জামালপুর জেলা ও দায়রা জজ আদালতসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।