জেলার সংবাদ

গাইবান্ধার দুর্গম চরে জঙ্গিবিরোধী অভিযান

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ সদস্যরা। এ সময় একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রামদা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ১১ ঘণ্টাব্যাপী বিশেষ এই অভিযান চালানো হয়।

সাঘাটা উপজেলার দুর্গম চর দিঘলকান্দি, সিপিগারামারা ও বিজলকান্দি চরে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ এই অভিযানে র্যাব পুুলিশের ১০৫ জন সদস্য অংশ নেন। অভিযান শেষে দুপুর ১২টার দিকে র্যাব ও পুলিশ সদস্যরা সাঘাটা থানায় ফিরে যান।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি  নিখোঁজ ব্যক্তিদের তথ্য সন্ধান করার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button