জেলার সংবাদ

রংপুরে জামায়াতের আমিরসহ ৫০ আসামি গ্রেপ্তার

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত জামায়াতের দুই ইউনিয়নের আমিরসহ ৫০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার জেলার আট উপজেলায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার জামায়াতের দুই আমির হলেন- পীরগাছা উপজেলার গাবুরা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির আবুল বাসার মো. আবদুর রহিম (৪৫) এবং একই উপজেলার বীন নারায়ণ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুরুজ্জামান (৬৫)।  এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  এ ব্যাপারে রংপুরে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অনেকদিন ধরে পলাতক ছিলেন। আসামিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button