
রংপুরে জামায়াতের আমিরসহ ৫০ আসামি গ্রেপ্তার
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত জামায়াতের দুই ইউনিয়নের আমিরসহ ৫০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার জেলার আট উপজেলায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার জামায়াতের দুই আমির হলেন- পীরগাছা উপজেলার গাবুরা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির আবুল বাসার মো. আবদুর রহিম (৪৫) এবং একই উপজেলার বীন নারায়ণ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুরুজ্জামান (৬৫)। এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রংপুরে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অনেকদিন ধরে পলাতক ছিলেন। আসামিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।