
বিরল মানবতা; ৬০০ লবস্টার ফিরে পেল নতুন জীবন
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পানিতে জীবনধারণ করা এই প্রানীগুলোর জন্য অপেক্ষা করছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু সেটা আর হলো না কিছু মানবিক মানুষের জন্য। ৬০০টা জীবন্ত লবস্টারকে আর কারোর খাবার টেবিলে যেত হলো না। তার আগেই পেল মহাসাগরে নিজে জগতে ফেরার স্বস্তি৷ এমন ঘটনাই ঘটেছে কানাডায়৷ ওখানকার কিছু বৌদ্ধ সন্ন্যাসী ৬০০টা লবস্টার কিনে তাদেরকে মহাসাগরে ভাসিয়ে দিয়েছেন৷ ওই বৌদ্ধ সন্ন্যাসীরা তাদেরকে প্রিন্স এডওয়ার্ড দ্বীপের পানিতে ভাসিয়ে দিয়েছেন৷
বুথিস্ট ইন্সটিটিউট সোসাইটির সন্ন্যাসী বলেছেন আশা করছি ওদের জন্য আর কোনও খাঁচা অপেক্ষা করছে না৷লবস্টারগুলিকে তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে তিনি যথেস্ট আনন্দিত বলেই জানিয়েছেন৷ তবে তাদেরকে পানিতে ছাড়ার আগে তিনি তাদেরকে আশীর্বাদ করেছেন যাতে তারা বিপদে না পরেন সেই কামনা করে৷ সন্ন্যাসীরা তাদের কানাডার এডওয়ার্ড নামক একটি দ্বীপ থেকে তিন লাখ টাকা দিয়ে কেনেন বলে জানিয়েছেন৷