
বিনোদন
গজলশিল্পী মুবারক বেগম মারা গেছেন
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ভারতের গজলশিল্পী মুবারক বেগম শেখ মারা গেছেন। সোমবার রাতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন ৮০ বছর বয়সী এই গুণী শিল্পী।
মুবারক বেগম ভারতের রাজস্থানে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সেই মুম্বাইয়ে চলে যান তিনি। তখন থেকেই সিনেমার জন্য প্লেব্যাক করেন।
১১০টির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন মুবারক বেগম।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মুঝকো আপনি গালে লাগালো’, ‘নিন্দ উড় যায়ে তেরি, চ্যায়েইন সে সোনে ওয়ালা’, ‘ও না আয়েগি পালাট কে’, ‘অ্যায় মেরি হামরাহি’।