স্বাস্থ্য

নিপসমের সঙ্গে চীনের ডেহং ভকেশনাল কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর সঙ্গে চীনের ডেহং ভকেশনাল কলেজের এক সমঝোতা স্মারক আজ মঙ্গলবার স্বাক্ষরিত হয়।

চীনের ইউনান প্রদেশের ডেহং জেলায় অনুষ্ঠিত ‘২য় বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার (বিসিআইএম) ডিজিজ কন্ট্রোল সম্মেলনে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ ও ডেহং ভকেশনাল কলেজের পক্ষে প্রেসিডেন্ট শাহ ইউচুয়াং স্বাক্ষর করেন।

নিপসম পরিচালক আজ এক ইমেইল বার্তায় জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের চিকিৎসা বিজ্ঞান বিষয়ক যৌথ কর্মশালা ও সেমিনার ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান, গবেষণা, একাডেমিক ডাটা ও প্রযুক্তি আদানপ্রদান করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের নেতৃত্বে বাংলাদেশ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। প্রতিনিধি দলে আরো রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলি, যুগ্ম-সচিব মো. শহীদুল হক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. এ কে এম শামসুজ্জামান ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আ ফ ম আখতার হোসেন। আগামীকাল বুধবার এ সম্মেলন শেষ হবে বলে ইমেইল বার্তায় জানানো হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button