ফ্যাশন

নেল পলিশে ফ্যাশন সেন্স

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

আপনার ড্রেসিং সেন্স অসাধারণ। কী বাড়িতে, কী বাইরে! আপনার পোশাকআশাকে সবসময়ই রুচিশীলতার পরিচয় মেলে। ধোপদুরস্ত আউটফিট পড়েছেন, পায়ে মানানসই জুতো। সঙ্গে স্টাইলিশ জাঙ্ক জুয়েলারি। কিন্তু, ওদিকে হাতের অবস্থা শোচনীয়। কোনও নখে নেল পলিশ লেগে আছে, তো কোনওটার আবার অর্ধেক উঠে গেছে। আপনার এই ছোট্ট ভুলের কারণে কিন্তু পুরো স্টাইলটাই মাটি হয়ে যেতে পারে। তাই এখন থেকে নজর থাকুক নখেও।

নেল পলিশ লাগাতে হবে মানে, যখন তখন যা খুশি রঙের নেল পলিশ লাগালেই হবে না। তার জন্য স্থান, কাল, পাত্রটাও মাথায় রাখা জরুরি। ধরুন, দিনের বেলার বন্ধুদের সঙ্গে বেরোলেন, সেক্ষেত্রে আপনার ড্রেস যদি ফ্লোরাল ম্যাক্সি, জাম্পসুট বা ডেনিম হয়, নখের রং অবশ্যই হওয়া উচিত গাঢ় লাল বা লালচে খয়েরি।

আবার ধরুন বিচে বেড়াতে গেছেন। এক্ষেত্রে কিন্তু আউটফিটের সঙ্গে সঙ্গে ভোল বদলাবে আপনার নখও। ভাবুন তো, ইজি চেয়ারে বসে যখন সূর্যের উত্তাপ উপভোগ করবেন, তখন লালচে শেড না বাছাই ভালো। তার চেয়ে বরং সমুদ্রের জলের সঙ্গে মিলিয়ে নীল বা সবজে ঘেষা রং বাছতে পারেন।

বন্ধুর বার্থডে পার্টি বা কলিগের বিয়ের রিশেপসন। এ ধরনের অনুষ্ঠানের জন্য পারফেক্ট কালার নীল। নেল পলিশের সঙ্গে ম্যাচিং করে চোখেও লাগাতে পারেন নীল কাজল।

Show More

আরো সংবাদ...

Back to top button