বিনোদন

কবরী তখন, কবরী এখন

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

১৯ জুলাই মিনা পাল তথা সারাহ বেগম কবরীর ৬৭তম জন্মদিন। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় তার জন্ম। বেড়ে ওঠা বন্দরনগরীতে। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল ও মা লাবণ্য প্রভা পাল।

১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর। অচিরেই সুযোগ পেয়ে যান চলচ্চিত্রে। সেই থেকে শুরু রূপালি পর্দার ‘মিষ্টি মেয়ে’র সফল পথচলা।

কবরীর কিশোরীবেলা অন্য মেয়েদের মতো ছিলো না। কারণ মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রের ক্যামেরার সামনে আসেন। তার প্রথম নায়ক ছিলেন সুভাষ দত্ত, ছবি ‘সুতরাং’। ‘সুতরাং’-এ অভিনয় করার আগে পড়েছিলেন বিমল করের ‘কড়ি দিয়ে কিনলাম’। ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসেন কবরী।

শৈশব ও কৈশোর নিয়ে গল্প করতে ভালো লাগে অভিনেত্রী কবরীর। ফেলে আসা দিনগুলোর কথা তিনি ঘুরেফিরে বলেন। জন্মদিনে তার জন্য রইলো বাংলানিউজ পরিবারের শুভেচ্ছা।

Show More

আরো সংবাদ...

Back to top button