বিনোদন

থ্রি এক্স ছবিতে দীপিকা ঝলক

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

প্রকাশ হয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের হলিউডে প্রথম ছবি এক্সএক্সএক্স’র টিজার। যারা হলিউডে দীপিকার অভিষেক দেখার জন্য মুখিয়ে ছিলেন, তাদের যেন চমকেই দিলেনে ‘ওম শান্তি ওম’র তারকা।

মাত্র ১৩ সেকেন্ডের টিজারেই বাজিমাত করেছে থ্রি এক্স সিরিজের নতুন ছবি ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেইজ’। ক্ষণিকের উপস্থিতিতেই ছবিটি দেখার উৎসাহ বাড়িয়ে দিয়েছেন ভিন ডিজেল ও দীপিকা।

টিজারে রয়েছে ভিন-দীপিকার ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে ‘পিকু’ তাকার অ্যাকশন স্টান্টও। ট্রেলার মুক্তির ঠিক দুই দিন আগে নিজের ফেসবুক প্রোফাইলে টিজারটি প্রকাশ করলেন দীপিকা। ফিল্মে তার বিপরীতে অভিনয় করা ভিন ডিজেলের ৪৯তম জন্মদিনেই টিজার প্রকাশ করেন তিনি।

এই ছবি দিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিবেন বলিউড সুপারস্টার দীপিকা এই অভিমত বোদ্ধাদের।

Show More

আরো সংবাদ...

Back to top button