আন্তর্জাতিক

প্রেমিকের সঙ্গে দেখা করার কথা বলে আইএসে খ্রিস্টান কিশোরী

ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

হাসিখুশি উচ্ছ্বল জার্মান কিশোরী লিনডা ওয়েনজেল। প্রেমে পড়ার পর ধীরে ধীরে কেমন যেন বদলে যায় সে। মুসলিম প্রেমিকের কথায় আরবি ভাষা শেখা এবং কোরআন পড়তে শুরু করেছিল সে।

একদিন হঠাৎই মায়ের ব্যাংকের নথিপত্র ও সই জাল করে টাকা হাতিয়ে কেটে ফেলেছিল ইস্তানবুল যাওয়ার টিকিট। উদ্দেশ্য ইস্তানবুল হয়ে সিরিয়া যাওয়া।

মা ক্যাথরিনকে সে বলেছিল, বন্ধুর বাড়িতে যাচ্ছে। তাই সহজেই অনুমতি দিয়েছিলেন মা। কিন্তু হঠাৎই একদিন বাড়িতে বিছানার চাদরের তলায় তুরস্ক যাওয়ার টিকিটের একটি ফটোকপি হাতে পাওয়ায় সন্দেহ হয় ক্যাথরিনের। পুলিশকে জানান সব কথা। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, খ্রিস্টান হওয়া সত্বেও আইএসে যোগ দিয়েছে লিনডা। তার প্রেমিকই ধীরে ধীরে ব্রেনওয়াশ করে। কিশোরীর প্রেমিককে আইএস’রই সদস্য বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

পুলিশ এও জানিয়েছে, লিনডাকে আর বাড়ি ফেরানো সম্ভব নয়। মুসলিম যুবকটির পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে হাসিখুশি উচ্ছ্বল কিশোরী লিনডা যে আইএস-এ যোগ দেয়ার পরিকল্পনা করেছিল, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তার মা ক্যাথরিনও।

Show More

আরো সংবাদ...

Back to top button