
ট্রাম্প দেখাবে নতুন দিশা: মেলানিয়া
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচকরা যাই বলুক, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প আমেরিকানদের সামনে এসেছেন আশ্বাসের বাণী নিয়ে। সোমবার ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে তিনি বলেছেন, তার স্বামী কখনো আমেরিকাকে হারতে দেবেন না। চার দিনের এই সম্মেলনেই ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে, মাইক পেনস হবেন তার রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী। জাঁকালো এই সম্মেলনের প্রথম দিনই বক্তৃতা দিতে রিপাবলিকানদের সামনে আসেন মেলানিয়া। যখন স্বামীর প্রসঙ্গে আসবে, আমি বলব, আমি অবশ্যই পক্ষপাতমুক্ত নই, আর তা ভালোর জন্যই। আমি ডোনাল্ডের সঙ্গে আছি ১৮ বছর ধরে। এই দেশের জন্য তার ভালোবাসা কতোটা, তা আমি পরিচয়ের শুরু থেকেই জানি। মেলানিয়া বলেন, আমার স্বামী আপনাদের নতুন পথের দিশা দিতে চাইছেন। পরিবর্তনকে স্বাগত জানিয়ে, সমৃদ্ধি এবং মানুষে মানুষে, দেশে দেশে বৃহত্তর সহযোগিতার বার্তা দিচ্ছেন। ডেনাল্ড পুরো জাতির প্রতিনিধি হতে চান, কিছু লোকের নয়। তাদের মধ্যে খ্রিস্টান, ইহুদি, মুসলিম, তাদের মধ্যে হিস্পানিক, আফ্রিকান-আমেরিকান, এশিয়ান, আর গরিব ও মধ্যবিত্তরাও থাকবেন। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ডোনাল্ড জে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে এবং এই দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত।