
আন্তর্জাতিক
নিস হামলায় নিহত আরো ৪ ইতালীয়র পরিচয় প্রকাশ
ঢাকা, ১৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জাতীয় দিবস উদযাপনের সময় ট্রাক হামলায় ৮৪ জন নিহত হন। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন। সম্প্রতি ওই হামলায় চার ইতালীয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ওই চার ইতালীয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে নিহতদের নাম প্রকাশ করা হয়েছে। তবে তাদের সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি। নিহতরা হলেন, কারলা গাভেগলিও, মারিয়া গ্রাজিয়া আসকোলি, গিয়ান্না মুসেত এবং অ্যাঞ্জেলো ডি’অগোসতিনো।
তিউনিশিয়ান বংশোদ্ভূত ফ্রান্সের এক নাগরিক ওই হামলা চালায়। পরে পুলিশের গুলিতে নিহত হয় সে।
এর আগে সোমবার মারিও কাসাতি নামে আরো এক ইতালীয়র পরিচয় জানানো হয়েছিল।