জাতীয়

মেট্রোরেল করে কী হবে, কর্মসংস্থান করুন

ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ বলেছেন, ‘মেট্রোরেল, চার লেন, আট লেন করে কোনো লাভ হবে না। দেশে বেকার মানুষের জন্য কর্মসংস্থান করতে হবে। পেটে যদি ভাত না থাকে, তাহলে হাজার কোটি টাকা ব্যয় করে মেট্রোরেল করে কী হবে?’

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কার্য প্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী প্রস্তাবের (সাধারণ) ওপর সংসদে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সাধারণ আলোচনায় রওশন এরশাদ বলেন, ‘দেশে বেকার সমস্যা দূর না করা পর্যন্ত দেশ চলবে না। এক সময় দেশ শ্মশানে পরিণত হবে। দ্রুত শিল্পায়ন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘একজন ক্ষুধার্থ মানুষ মেট্রোরেল ও ফোর লেন দিয়ে কী করবে? তার জন্য কর্মসংস্থান করা গেলে তিনি শান্তিতে থাককে পারবেন। জেলা ও উপজেলায় শিল্পায়ন ঘড়ে তুলতে হবে। রাজধানী থেকে মানুষ জেলা উপজেলা মুখি হবে। শহর থেকে অটোমেটিক যানজট দূর হয়ে যাবে।’

Show More

আরো সংবাদ...

Back to top button