জাতীয়

জিএফএমডি’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) তৃতীয় থিমেটিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে বাংলাদেশি প্রতিনিধির সভাপতিত্বে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে বাংলাদেশের হাত ধরে জাতিসংঘ সদর দফরে জিএফএমডি আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ওয়ার্কশপের প্রতিপাদ্য বিষয় ছিলো-‘মাইগ্রেশন ফর পিস, স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ’।

জিএফএমডি চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে ওয়ার্কশপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান ইলিয়াসন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কারেন আবু জায়েদ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) উপ-মহাপরিচালক ও ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক কমিশনার নেভিন মিমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের অভিবাসন বিশেষজ্ঞ মিজ ক্যাটলিন নিউল্যান্ড প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button