
তুরস্কে অভ্যুত্থানে জড়িত সেনাদের দাফন নিষিদ্ধ
ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান জড়িতদের ধর্মীয়ভাবে দাফন করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
তুর্কি ধর্ম বিষয়ক পরিদফতর মঙ্গলবার জানায়, যেসব সেনা অভ্যুত্থানে জড়িত ছিল কোনও ইমাম তাদের জানাজার নামাজ পড়াতে পারবেন না।
তবে যেসব সেনা জবরদস্তির শিকার হয়ে বা অজ্ঞতাবশত অভ্যুত্থান চেষ্টায় অংশ নিতে গিয়ে নিহত হয়েছেন, তাদের নামাজে জানাজা পড়ানোর ব্যাপারে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে পরিদফতর।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে ৭৫ হাজার ব্যক্তি ইমামের দায়িত্ব পালন করছেন। তাদের নিয়োগ দিয়ে থাকে ধর্ম বিষয়ক পরিদফতর।
গত শুক্রবার রাতে অভ্যুত্থান চেষ্টাকালে কমপক্ষে ২৪০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৪৫ জনই বেসামরিক মানুষ। এছাড়া সহিংসতায় দেড় হাজার তুর্কি আহত হয়েছেন।
নিহতদের মধ্যে কতজন অভ্যুত্থান চেষ্টাকারী নিহত হয়েছেন তার সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে সংখ্যাটি ২০জনের বেশি বলে মনে করা হচ্ছে। সূত্র: আনাদুলু