
আন্তর্জাতিক
গুলশানে হামলায় ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব
ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গিদের চালানো হত্যাকাণ্ড নিয়ে শোক প্রস্তাব আনা হয়েছে ভারতের পার্লামেন্টে। মঙ্গলবার শোক প্রস্তাব পেশ করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। তিনি গুলশান হত্যাকাণ্ডের নিন্দা করে প্রস্তাব পেশ করেন এবং ওই ঘটনায় ভারতীয় ছাত্রীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন।
সুমিত্রা মহাজন বলেন, ‘বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদীদের মোকাবেলায় যথোপযুক্ত পদক্ষেপ নিচ্ছে এবং এ বিষয়ে ভারত সরকার সব সময়ই বাংলাদেশের জনসাধারণ ও সরকারের পাশে আছে।’
স্পিকার সাংসদদের দুই মিনিট নীরবতা পালনের আহ্বান জানালে সব সাংসদ দাঁড়িয়ে নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরই সংসদের অধিবেশন শুরু হয়।