আন্তর্জাতিক

ব্রাজিল অলিম্পিকে আইএসের কালো নজর

ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

লাতিন আমেরিকাতেও এবার নিজেদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ব্রাজিলের সন্ত্রাসী দল ‘ব্রাজিলিয়ান জিহাদিস্ট’র সঙ্গে সখ্য গড়ে তুলেছে তারা। ব্রাজিলিয়ান জিহাদিস্টও আইএসের নিঃশর্ত আনুগত্য ঘোষণা করেছে।

আনসার-আল-খিলাফা নামে একটি টেলিগ্রাম চ্যানেল থেকে জানা গেছে, ব্রাজিলের জঙ্গি সংগঠন ব্রাজিলিয়ান জিহাদিস্ট আইএসের সঙ্গে মিলে কাজ করার শপথ নিয়েছে। জঙ্গি সংগঠনগুলির ওপর নজর রাখা সাইট ইন্টেলিজেন্স এ খবর জানিয়েছে।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসের কয়েক সপ্তাহ আগে এই খবর জানালো সাইট ইন্টেলিজেন্স। এতে দুশ্চিন্তায় পড়েছে অলিম্পিক কমিটি। অনুষ্ঠান উপলক্ষ্যে বিক্রি হবে ৭৫ লাখ টিকিট। ব্রাজিলে আসবে পাঁচ লাখেরও বেশি পর্যটক। নিস হামলার পর থেকেই দেশটির বিভিন্ন বিমান বন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত রোববার সিএনএনকে জানান, সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার প্রধান কারণ আইএস নিজেদের ভূখণ্ড হারাচ্ছে। ইরাক এবং সিরিয়ায় আইএসের প্রায় ৪০-৪৫ শতাংশ শক্তি কমেছে বলেও দাবি করেন তিনি। বিশ্লেষকদের ধারণা, আইএসের হামলা আরো বাড়তে পারে বা ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি তারা কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে চলে যায়।

Show More

আরো সংবাদ...

Back to top button