
হিমু পরিবহনের উদ্যোগে হুমায়ূন আহমেদ এর প্রয়াণ দিবস পালন
ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদের চতুর্থ প্রয়াণ দিবসে (১৯ জুলাই) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে হুমায়ূন আহমেদ এর ভক্তদের সংগঠন হিমু পরিবহন।
হুমায়ূন আহমেদ সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে হলুদ পাঞ্জাবি, নীল শাড়ি পরে হিমু, রুপা, মিসির আলী, শুভ্র, বাকের ভাই সেঁজে একসঙ্গে হাজির হয় নুহাশপল্লীতে।
হাশপল্লী যাওয়ার সময় পথে পথে ক্যান্সার সচেতনামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি সাধারণ মানুষকে ক্যান্সার সম্পর্কে সচেতন করে হিমু পরিবহণের সদস্যরা। হিমু পরিবহনের সদস্যরা হুমায়ূন আহমেদ এর কবর জিয়ারত, সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে এক মিনিট নীরবতা পালন করে।
এ ছাড়া নুহাশপল্লী ও পার্শ্ববর্তী এলাকায় ব্লাড গ্রুপিং, স্যারের ওপর আলোচনাসহ ভক্তদের নিয়ে বিভিন্ন আয়োজন করে হিমু পরিবহণ।
হুমায়ূন আহমেদকে স্মরণ করে সারাদেশেই হিমু পরিবহনের সকল সদস্যরা বিভিন্ন আয়োজন করেছে। দেশের প্রায় ৪৭টি জেলায় হিমু পরিবহনের সদস্যরা বাংলা সাহিত্যের এ প্রবাদ পুরুষকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করে।
সারাদেশে হিমু পরিবহণের শাখাগুলোতে দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হুমায়ূন আহমেদ এর নাটক, সিনেমা প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার, ক্যান্সার সচেতনামূলক লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ বাংলাদেশে একটি ক্যান্সার হসপিটালের জন্য স্বপ্ন দেখেছিলেন। হুমায়ূন আহমেদ এর ভক্ত হিমু পরিবহনের সদস্যরা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়েই কাজ করে যাচ্ছেন।