লাইফস্টাইল

বিশ্বজুড়ে পোকেমন জ্বর

ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

নিষিদ্ধ হোক পোকেমন,

দাবি সৌদি আরবে ‘‌‌পোকেমন গো’‌ নিয়ে উন্মাদনা যতই তুঙ্গে উঠছে, পাল্লা দিয়ে তেমনই বেড়ে চলেছে বিতর্ক। সৌদি আরবে এই ভাইরাল গেমকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে সওয়াল করেছেন ধর্মগুরুরা। আহমেদ আল বশির নাম এক ধর্মগুরু বলেছেন, ‘‌খেলতে খেলতে সাধারণ মানুষ দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলে যাচ্ছেন। মদের মতোই সর্বনাশা এই খেলার নেশা। অবিলম্বে পোকেমন গো-‌কে নিষিদ্ধ করা উচিত।’‌ বশিরের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন আরও কয়েকজন ধর্মগুরু। তাঁদের সমর্থনে ইতিমধ্যেই দুবাইয়ের রাস্তায় মিছিল বেরিয়েছে। যেখানে গেমের দুই জনপ্রিয় চরিত্র ‘‌পিকাচু’‌ এবং ‘‌রাটাটা’‌-‌কে হাতকড়া পরানো ফেস্টুনও দেখা গিয়েছে।

পোকেমন ধরতে সেনাছাউনিতে পর্যটক

‘‌পোকেমন গো’‌ খেলতে খেলতে ইন্দোনেশিয়ার সেনা ছাউনির সংরক্ষিত এলাকায় ঢুকে পড়লেন এক ফরাসি পর্যটক। রোমেন পিয়ের নামে ২৭ বছর বয়সী ওই ব্যাক্তি শনিবার বান্ধবীর সঙ্গে বেড়াতে এসেছিলেন। সোমবার সন্ধেবেলায় সমুদ্রসৈকতে বান্ধবীকে ফেলে রেখেই খেলতে খেলতে সেনাছাউনিতে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাঁকে সতর্ক করার সঙ্গে সঙ্গে রোমেন থেমে যান বলে তাঁর ওপরে গুলি চালানো হয়নি। তবে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। মুক্তি পান মঙ্গলবার সকালে।‌‌‌‌

Show More

আরো সংবাদ...

Back to top button