বিনোদন

হুমায়ূন স্যার বেঁচে নেই আমি বিশ্বাস করি না : রিয়াজ

ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

১৯ জুলাই হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। ২০১২ সালের ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই নক্ষত্র। আকাশচুম্বী জনপ্রিয় এ লেখকের মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছিল, যা আজও তার লাখো-কোটি ভক্তদের অন্তর সে শোক ধারণ করছে। হুমায়ূন আহমেদ বাংলা গদ্য সাহিত্যের পাশাপাশি দেশের নাটক, চলচ্চিত্রেও রেখেছিলেন অসামান্য অবদান। তাঁর সাথে বেশকিছু নাটক ও ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল অভিনেতা রিয়াজের।  রিয়াজ বলেন, স্যার আমাদের মাঝে বেঁচে নেই এটা আমি বিশ্বাস করিনা। তিনি সবখানেই আছেন। আমরা তাকে অনুভব করি সবসময়। হয়তো ধরতে পারিনা। তার সঙ্গে কাটানো সময়গুলো খুব মিস করি। তার ডিরেকশন মিস করি, তার অ্যাকশ্যান বলা, কাট বলা, তার সঙ্গে আড্ডা দেয়া মিস করি।রিয়াজ বলেন, আমি মনে করি, বাংলা ভাষার সাহিত্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমীরা সবাই মহান একজন শিল্পী ও শিল্পের স্রষ্টাকে মিস করেন। আর সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই যে তারা এই নন্দিত সৃষ্টির কারিগরকে মনে রেখেছেন। আশা করি সারাজীবন মনে রাখবেন। অদেখা ভুবনে ভাল থাকুন আমাদের সবার প্রিয় হুমায়ূন আহমেদ।

Show More

আরো সংবাদ...

Back to top button