খেলাধুলা

আম্পায়ারদের বিভ্রান্ত করে নবি তিরস্কৃত

ঢাকা, ২০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ঘটনা ১৭ জুলাইয়ের। বেলফাস্টে সেদিন আয়ারল্যান্ডের সাথে চতুর্থ ওয়ানডে খেলে আফগানিস্তান। ওই ম্যাচে আম্পায়ারদের বিভ্রান্ত করে তিরস্কারের মুখে পড়লেন আফগান অল রাউন্ডার মোহাম্মদ নবি। কোড অব কন্ডাক্ট ভঙ্গের অপরাধে নবিকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ম্যাচটির ষষ্ঠ ওভারের সময় আইরিশ ওপেনিং ব্যাটসম্যান এড জয়েস এক্সট্রা-কাভার বাউন্ডারির দিকে খেলেন। নবি ডাইভ দিয়ে বল ঠেকানোর চেষ্টা করেন। ব্যাটসম্যান ভেবেছেন বল বাউন্ডারি পেরিয়েছে। তৃতীয় রান পুরো করেননি। নবির ফেরৎ পাঠানো বলে রান আউট হন জয়েস। তখন নবি আম্পায়ারদের বলেছেন বাউন্ডারি লাইনের মধ্যে থেকেই বল ঠেকিয়েছেন। কিন্তু ছবি বিশ্লেষণ করে দেখা গেছে নবি সত্যি বলেননি। সেই কারণেই তিরস্কার করা হলো তাকে। আইসিসি একটি বার্তায় জানিয়েছে, “ছবিতে পরে প্রমাণ মিলেছে যে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ার পরও বলের সংস্পর্শে ছিলেন নবি।” নবি শুনানিতে অপরাধ স্বীকার করেছেন। ওই ম্যাচের একজন আম্পায়ার অ্যালান নেইল জানিয়েছেন, “আমার সতীর্থের সাথে কথা বলার পর ফিল্ডারের সাথে কথা বলি। জিজ্ঞেস করি সে চার ঠেকাতে পেরেছে কি না। সে বলে, ‘হ্যাঁ’। আমি জানতে চাই, ‘দড়ির বাইরে চলে যাওয়ার পর বল ধরোনি তো?’ সে বলে, ‘না স্যার।’। আমি আমার সতীর্থের কাছে গিয়ে বলি ঝামেলা হচ্ছে। তিনি বলেন, আবার জানতে চান। ওই দুটি প্রশ্ন আমি আবার করে একই জবাব পাই। দড়ির বাইরে গিয়ে বল ধরেনি বলে জোর দিয়ে জানায় সে। তার কথা মেনেই এড জয়েসকে আউট দিতে হয়।”

Show More

আরো সংবাদ...

Back to top button