
জাতীয়
মুক্তিযোদ্ধা শিরিন বানু মারা গেছেন
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু মিতিল আর নেই। বুধবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে তার ছেলে তাহসিনুর রহমান নিকো জানিয়েছেন। শিরিন বানুর বয়স হয়েছিল ৬৫ বছর। তাহসিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে তার মা গুরুতর অসুস্থ বোধ করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মহিয়সী নারীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হবে বলে তিনি জানান। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লায়, বাদ আসর সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।