
জাতীয়
দামুড়হুদায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে ছাদ থেকে পরে আওয়াল হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রির নবনির্মিত পোল্ট্রি খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়াল চুয়াডাঙ্গার কেদারগঞ্জ এলাকার মাদ্রাসা পাড়ার মিলন মিয়ার ছেলে।
খামারের নিরাপত্তা কর্মী জিয়া বাংলানিউজকে জানান, আওয়াল সকালে পোল্ট্রি খামারে বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। হঠাৎ তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা ফেরদৌস মৌ তাকে মৃত ঘোষণা করেন।