রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির ১১ নেতাকর্মী আটক

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রা পাচার মামলায় আপিলের রায় উপলক্ষে ভোর থেকেই দলের প্রধান কার্যালয়ের সামনে পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল সোয়া ১০টার দিকে সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ একদল নেতা-কর্মী প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। সে সময় টিপুসহ ১১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হচ্ছে। এ পর্যন্ত ৬-৭ জনকে আটক করা হয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাউকে আটক করা হয়নি।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। এখনও অভিযান চলছে, অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় জানার পরে তা সংবাদমাধ্যমকে জানান হবে বলেও জানান ওসি।

Show More

আরো সংবাদ...

Back to top button