
জঙ্গি বিরোধী প্রতিরোধ কমিটি করবে ছাত্রলীগ
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পাড়া-মহল্লা ও স্কুল-কলেজে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদের বিরোধী মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাইফুর রহমান সোহাগ বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। আজকে জাতির পিতার কন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সন্ত্রাস-জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রলীগই অগ্রণী ভূমিকা রাখবে। এজন্য পাড়া-মহল্লায়, স্কুল-কলেজে ছাত্রলীগের নেতৃত্বে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। জাতির পিতার সোনার বাংলা আমরা সন্ত্রাসী-জঙ্গিবাদের আস্তানা হতে দিতে পারি না।
তিনি বলেন, একটা কথা সবাইকে মনে রাখতে হবে, আজকে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা মানে বাংলাদেশ। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে। তিনি থাকলে আমি-আপনেরা থাকবো। তিনি না থাকলে কেউই থাকবো না। আজকে আমাদের শপথ হোক, ছাত্রলীগের একটি নেতাকর্মীর বুকে প্রাণ থাকা অবস্থায় শেখ হাসিনার কেউ ক্ষতি করতে পারবে না।
প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন, এদেশের মাটি হচ্ছে উর্বর, যেখানেই বীজ ফেলবেন সেখানেই গাছ জন্মাবে। সেই গাছের মধ্যে আগাছাও হয় তা উপরে ফেলতে হয়। আজকের সমাজের আগাছা হলো জঙ্গিবাদ, মৌলবাদ। সমাজকে ভাল রাখতে হলে এই জঙ্গিবাদ, মৌলবাদের মূলোৎপাটন করতে হবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুনতে হবে। যে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছে, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছে সেই তরুণ প্রজন্ম কখনো জঙ্গিবাদ, মৌলবাদ হতে পারে না।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুল আদনান উপলের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন এসএম রাজিব পারভেজ দীপ্ত।