
জাতীয়
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
হজ ব্যবস্থাপনায় কোন রকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং হজ ব্যবস্থাপনা কমিটি।
অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং হজ ব্যবস্থাপনা কমিটি।
বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী এবং হজ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন সাংবাদিকদের এ কথা জানান।
পাশাপাশি ই-ব্যবস্থাপনার কারণে হজে গিয়ে ফিরে না আসারও কোন সুযোগ থাকছে না বলে জানায় হজ ব্যবস্থাপনা কমিটি।
কমিটি আশা করছে, আগামী দু’এক দিনের মধ্যে সরকারি কোটার চার হাজার ২শ’ জনের কোড পরিবর্তন হয়ে বেসরকারি ব্যবস্থাপনায় চলে যাবে।