
আইএসের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আলোচনায় যুক্তরাষ্ট্র
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য সহযোগী দেশ ও গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষাসচিব অ্যাশ কার্টার এ কথা জানান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার রাক্কা ও ইরাকের মসুলে জঙ্গিগোষ্ঠীটিকে কোণঠাসা করে ফেলা হবে। কিন্তু তিনি এ সময় সাবধান করে বলেন, এর অর্থ এই নয় যে জঙ্গিগোষ্ঠীটি আর আক্রমণ করবে না। বরং তারা অন্য কোথাও তখন আক্রমণ করতে পারে। আইএসকে প্রতিহত করার পর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠন নিয়েও কথা হয় দেশগুলোর সঙ্গে। গত কয়েক মাসের আক্রমণে জঙ্গিগোষ্ঠীটি তাদের অধিকারে থাকা বিশাল অঞ্চল হারিয়েছে। কিন্তু এখনও সিরিয়া ও ইরাকে তাদের শক্ত ঘাঁটি রয়েছে। এদিকে ফালুজা দখলে নেওয়ার পর ইরাকি বাহিনী বর্তমানে আইএসকে মসুল থেকে হঠানোর প্রস্তুতি নিচ্ছে। মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আইএসের শক্ত ঘাঁটি।