আন্তর্জাতিক

শীর্ষ দশ সন্ত্রাসীর তালিকায় নরেন্দ্র মোদী!

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সন্ত্রাসী তালিকার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুগলে ‘টপ টেন ক্রিমিন্যালস’ লিখে সার্চ করলেই অনেক অপরাধীর সঙ্গে দেখা যায় নরেন্দ্র মোদির ছবি।

গুগলের এমন আচরণে বিব্রত ভারতের অনেকেই। তার নাম থাকায় মঙ্গলবার এই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

লখনৌ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ অগস্ট। গুগলের বিরুদ্ধে আনা ওই অভিযোগে বলা হয়েছে, সার্চ ইঞ্জিন গুগলের সন্ত্রাসীর তালিকায় বিশ্বের শীর্ষ ১০ সন্ত্রাসীর ছবিতে নরেন্দ্র মোদির ছবি রয়েছে।

এর আগে গুগলের কাছে মোদির ছবি এবং তার নাম সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে ফেলার জন্য লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু গুগলের তরফ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তার চিঠির জবাবও দেননি গুগল কর্তৃপক্ষ।

Show More

আরো সংবাদ...

Back to top button