
টানা জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সাকিবের জ্যামাইকা
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। আজ বৃহস্পতিবার বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৩৬ রানে জিতেছে জ্যামাইকা।
এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে গেইল বাহিনী। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স।
কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নামে জ্যামাইকা। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচটিতে ব্যাটিং ঝড় তোলেন চ্যাডউইক, গেইল এবং রভমন পাওয়েল।
তাদের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান করে জ্যামাইকা তালাওয়াস। চ্যাডউইক ৫৪ বলে ৯৭, গেইল ৩১ বলে ৫০ এবং পাওয়েল ১৪ বলে ৩৪ রান করেন। সাকিব আল হাসান কোনো রান করার আগেই দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।
১৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয় বারবাডোস।
জ্যামাইকার হয়ে ডেল স্টেইল ৪টি, এলেন ২টি এবং রাসেল, উইলিয়ামস ও গেইল ১টি করে উইকেট লাভ করেন।
এদিন সাকিব আল হাসানের হাতে বল তুলে দেননি অধিনায়ক গেইল। তবে দুর্দান্ত একটি রান আউট করেন সাকিব।