খেলাধুলা

সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার পগবা!

ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

২০১১-১২ মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল পল পগবার, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তবে নিয়মিত একাদশে জায়গা হচ্ছিল না তার। তাই অনেকটা অভিমানেই গোপনে জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। যা ম্যানইউর কোচ, কর্তা ও ভক্তদের কষ্ট দিয়েছিল!

এই চার বছরে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন পগবা। তাই আবারো তাকে পাখির চোখ করেছে ম্যানইউ। পগবাকে কিনতে ১১০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত ইংলিশ জায়ান্ট ক্লাবটি। ব্যাপারটা নাকি অনেকটা নিশ্চিত। যদি তা-ই হয়, তাহলে সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার হচ্ছেন পগবা। এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ, এর আগে ২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহাম ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল। যা এখনও পর্যন্ত দলবদলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ দামের বিশ্ব রেকর্ড।

ইংলিশ মিডিয়া জানিয়েছে, ‘পগবা ম্যানইউতে যোগ দিচ্ছেন, এটা একরকম নিশ্চিত। ইউনাইটেড ও জুভেন্টাসের কর্মকর্তারা এই ট্রান্সফার নিয়েই এখন কাজ করছেন। পাঁচ বছরের চুক্তিতে নিজের পুরোনো ঠিকানায় ফিরছেন পগবা। তার বার্ষিক বেতন হবে ১৩ মিলিয়ন ইউরো। যা জুভেন্টাসে পাওয়া বেতনের প্রায় তিন গুণ।’

ম্যানইউর কোচ হিসেবে যোগ দেয়ার পর চমক উপহার দিচ্ছেন হোসে মরিনহো। মাস খানেক আগে ‘বুড়ো’ জালাতন ইব্রাহিমোভিচকে দলে টেনেছেন তিনি। এবার পগবার দিকে নজর দিলেন তিনি। তাতেও সফলতার দ্বারপ্রান্তে। ফ্রান্সের এই মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করাতে পারলে মরিনহোর একাদশ আরো সমৃদ্ধ হবে, এটা বলা বাহুল্য।

Show More

আরো সংবাদ...

Back to top button