
ভাষাসৈনিক তকীয়ূল্লাহ হাসপাতালে
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ভাষাসৈনিক আবুল জামাল মুহম্মদ তকীয়ূল্লাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তকীয়ূল্লাহর পরিবার তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন।
তকীয়ূল্লাহ জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে। তিনি চল্লিশের দশক থেকে দীর্ঘদিন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৫১ সালে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ১৯৫১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনি কারাবন্দী ছিলেন।
তকীয়ূল্লাহ বর্তমানে প্রচলিত শহীদুল্লাহ বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের একমাত্র আলোকচিত্রী তিনি। তাঁর কনিষ্ঠ ভাই বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশির এবং ভাতিজি বিশিষ্ট উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী। ছেলে আহমেদ ইউসুফ আব্বাস অগ্রণী ব্যাংকের একজন এজিএম এবং কন্যা শান্তা মারিয়া কবি ও সাংবাদিক।