
ভিওআইপি বিরোধী অভিযানে ৩০ হাজার ১৪৭টি সিম জব্দ হয়েছে : পলক
ঢাকা, ২১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গত এক বছরে অবৈধ ভিওআইপি বিরোধী ৩৩টি অভিযানে বিভিন্ন অপারেটরের ৩০ হাজার ১৪৭টি সিম বা রিম জব্দ করা হয়েছে। আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিমের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এগুলোর মধ্যে টেলিটকের ১০ হাজার ৮০৫টি, গ্রামীণ ফোনের ৪ হাজার ৯৫৬টি, এয়ারটেলের ৬ হাজার ৩৬৩টি, রবি’র ৬ হাজার ৯২৪টি, বাংলালিংকের ১ হাজার ৯১টি, সিটিসেলের ৪টি এবং র্যাংকসটেলের ৪টি সীম বা রীম জব্দ করা হয়েছে। তারানা হালিম বলেন, গত ৬ বছরে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দায়ের করা ও পুলিশ, র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর দায়ের করা মামলাসমূহ বিশেষজ্ঞ মতামত বা তদন্ত প্রতিবেদন অনুমোদনের জন্য কমিশনে ২৪৭টি মামলা পাঠানো হয়েছে। এসব মামলার ৩৫৪ জন ব্যক্তি এবং ৯টি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের অপর এক প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, সারাদেশে ডাক বিভাগের মোট ৯ হাজার ৮৮৬টি ডাকঘর রয়েছে। তিনি বলেন, ডাক বিভাগের চলমান ৩টি প্রকল্পের মাধ্যমে ডাকঘরকে বিভিন্ন মাত্রায় আধুনিকায়ন করা হচ্ছে। ‘ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৯৫টি ডাকঘরকে স্বয়ংক্রিয়করণের আওতায় আনা হয়েছে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে দেশের ১ হাজার ৪৩৮টি ডাকঘরের কার্যক্রমকে স্বয়ংক্রিয়করণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ৫ হাজার ৫০৬টি ডাকঘরে পোস্ট ই-সেন্টার চালু করা হয়েছে। ২০১৭ সালের জুনের মধ্যে ৮ হাজার ৫শ’টি পোস্ট অফিসকে পোস্ট ই-সেন্টার-এ রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৭৩টি আইসিটি বেইজড রুরাল পোস্ট অফিসের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১৮০টি নতুন টেন্ডার করা হয়েছে। ২০১৭ সালের জুনের মধ্যে ১ হাজারটি তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ করা হবে।